bdnews24.com offers impactful advertising whether your marketing goal is to launch a new product or service, drive online traffic, expand business or build brand awareness.

Wednesday, September 4, 2019

জি এম কাদেরের চিঠির ‘দাম নেই’ রওশনদের কাছে নিজস্ব প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম Published: 04 Sep 2019 04:42 PM BdST Updated: 04 Sep 2019 04:42 PM BdST জি এম কাদেরকে সংসদে বিরোধীদলীয় নেতা করতে জাতীয় পার্টির প্যাডে পাঠানো চিঠি নিয়ে আপত্তি তুলেছে দলটির কো-চেয়ারম্যান রওশন এরশাদের অনুসারীরা।

বুধবার ঢাকার গুলশানে রওশনের বাড়িতে এক বৈঠকের পর জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেছেন, “জাতীয় পার্টির পার্লামেন্টারি কমিটির কোনো বৈঠক ছাড়া
জি এম কাদের

জি এম কাদেরে

স্পিকারকে দেওয়া জি এম কাদেরের চিঠিটির কোনো দাম নাই।”
ভাই এইচ এম এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যানের পদে আসীন জিএম কাদের মঙ্গলবার স্পিকারকে চিঠি পাঠিয়ে তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান।
কাদের দাবি করেছেন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলী ও সংসদ সদস্যদের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে।



তবে তাতে ক্ষুব্ধ অন্য নেতারা বুধবার বেলা ১২টায় রওশন এরশাদের বাড়িতে বৈঠকে বসেন। আড়াই ঘণ্টার এই বৈঠকে ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর তিন সদস্য ও সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও ফখরুল ইমাম।
জি এম কাদেরের অনুসারী হিসেবে পরিচিত হলেও রওশনের বাড়িতে এ বৈঠকে যোগ দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ও  ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শফিকুল ইসলাম সেন্টু।
বৈঠক শেষে চুন্নু সাংবাদিকদের বলেন, ““জি এম কাদের পার্লামেন্টারি কমিটির কোনো বৈঠক না করেই লুকিয়ে এই চিঠি দিয়ে থাকলে আমি ও আমরা সে বিষয়ে কিছু জানি না।
“আমি তো এক নগণ্য এমপি। আমাকে তো কোনো নোটিস বা ফোন দেওয়া হয়নি। যে চিঠি দেওয়া হয়েছে বলে শুনছি, সেটি প্রপার না।”
আনিসুল ইসলাম মাহমুদ জানান, আগামী বৃহস্পতিবার বেলা ১২টায় রওশন এরশাদ তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে দলের রাজনীতি নিয়ে রওশন এরশাদ নিজেই সাংবাদিকদের ব্রিফ করবেন।
এরশাদের মৃত্যুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তার স্ত্রী রওশন এরশাদ। তিনি দলের কো চেয়ারম্যানের পাশাপাশি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বেও রয়েছেন।
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support