![]() |
জি এম কাদেরে |
ভাই এইচ এম এরশাদের মৃত্যুর পর জাতীয় পার্টির চেয়ারম্যানের পদে আসীন জিএম কাদের মঙ্গলবার স্পিকারকে চিঠি পাঠিয়ে তাকে বিরোধীদলীয় নেতা হিসেবে ঘোষণা দেওয়ার আহ্বান জানান।
কাদের দাবি করেছেন, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলী ও সংসদ সদস্যদের সম্মতিতেই এই সিদ্ধান্ত হয়েছে।
তবে তাতে ক্ষুব্ধ অন্য নেতারা বুধবার বেলা ১২টায় রওশন এরশাদের বাড়িতে বৈঠকে বসেন। আড়াই ঘণ্টার এই বৈঠকে ছিলেন জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর তিন সদস্য ও সাংসদ আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নু ও ফখরুল ইমাম।
জি এম কাদেরের অনুসারী হিসেবে পরিচিত হলেও রওশনের বাড়িতে এ বৈঠকে যোগ দেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা দক্ষিণ কমিটির সভাপতি শফিকুল ইসলাম সেন্টু।
বৈঠক শেষে চুন্নু সাংবাদিকদের বলেন, ““জি এম কাদের পার্লামেন্টারি কমিটির কোনো বৈঠক না করেই লুকিয়ে এই চিঠি দিয়ে থাকলে আমি ও আমরা সে বিষয়ে কিছু জানি না।
“আমি তো এক নগণ্য এমপি। আমাকে তো কোনো নোটিস বা ফোন দেওয়া হয়নি। যে চিঠি দেওয়া হয়েছে বলে শুনছি, সেটি প্রপার না।”
আনিসুল ইসলাম মাহমুদ জানান, আগামী বৃহস্পতিবার বেলা ১২টায় রওশন এরশাদ তার নিজ বাসভবনে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন। এতে দলের রাজনীতি নিয়ে রওশন এরশাদ নিজেই সাংবাদিকদের ব্রিফ করবেন।
এরশাদের মৃত্যুর পর এই প্রথম সংবাদ সম্মেলনে আসছেন তার স্ত্রী রওশন এরশাদ। তিনি দলের কো চেয়ারম্যানের পাশাপাশি সংসদে বিরোধীদলীয় উপনেতার দায়িত্বেও রয়েছেন।
0 comments:
Post a Comment